Posts

ইনকাম ছোট হলে কি ইনভেস্টমেন্ট করা সম্ভব ?

Image
ইনকাম ছোট হলে কিছু নিয়ম মেনে চললে নিজের জন্য বা পরিবারে জন্য ওয়েলথ বানানো সম্ভব এর জন্য কিছু নিয়মিত মনে রাখতে হবে যে নিয়ম গুলো মনে রাখতে হবে সেই গুলি নিচে বোঝানো হলো কম ইনকামে ইনভেস্টমেন্ট শুরু করার আগে যা জানা দরকার ইনভেস্টমেন্ট করার আগে এই ৩টি বিষয় খুব গুরুত্বপূর্ণ: 1️⃣ মাসিক খরচ লিখে রাখুন 2️⃣ অপ্রয়োজনীয় খরচ কমান 3️⃣ অল্প হলেও নিয়মিত সেভ করুন 📌 মনে রাখবেন: পরিমাণ ছোট হতে পারে, কিন্তু নিয়মিত হওয়া জরুরি ১) হেলথ ইন্সুরেন্স উপকারিতা প্রথম কাজ হলো তোমার নিজের এবং নিজের পরিবারের জন্য একটা হেলথ ইন্সুরেন্স নেওয়া এটার কাজ হলো তোমার পরিবারের কারোর হেলথ ইসু হলে নিজের জমানো টাকা খরচ করতে হবে না তোমার ইন্সুরেন্স কোম্পনি পে করবে আর এটা নেওয়া থাকলে তোমাকে বেঁচে থাকতে গরিব হতে হবে না ২) ইমার্জেন্সি ফান্ড থাকা ভালো ইমার্জেন্সি ফান্ড হলো নিজের কাছে কিছু টাকা রাখা দরকার যেটা তোমার প্ৰয়োজনে খরচ করতে পারবে সেটা কে আমরা ইমার্জেন্সি ফান্ড বলি এটা কে আমরা একটু ভালো ভাবে জানি আমাদের ইমার্জেন্সি ফান্ড আর জন্য কত টাকা রাখা দরকার মনে করো তোমার মাসের খরচ ১০০০০ এই খরচ এর সিক্স টাইম টাকা রাখতে হবে মানে ৬০০০০ টাক...