ইনকাম ছোট হলে কি ইনভেস্টমেন্ট করা সম্ভব ?



ইনকাম ছোট হলে কিছু নিয়ম মেনে চললে নিজের জন্য বা পরিবারে জন্য ওয়েলথ বানানো সম্ভব এর জন্য কিছু নিয়মিত মনে রাখতে হবে যে নিয়ম গুলো মনে রাখতে হবে সেই গুলি নিচে বোঝানো হলো
কম ইনকামে ইনভেস্টমেন্ট শুরু করার আগে যা জানা দরকার

ইনভেস্টমেন্ট করার আগে এই ৩টি বিষয় খুব গুরুত্বপূর্ণ:
1️⃣ মাসিক খরচ লিখে রাখুন
2️⃣ অপ্রয়োজনীয় খরচ কমান
3️⃣ অল্প হলেও নিয়মিত সেভ করুন

📌 মনে রাখবেন: পরিমাণ ছোট হতে পারে, কিন্তু নিয়মিত হওয়া জরুরি

১) হেলথ ইন্সুরেন্স উপকারিতা
প্রথম কাজ হলো তোমার নিজের এবং নিজের পরিবারের জন্য একটা হেলথ ইন্সুরেন্স নেওয়া এটার কাজ হলো তোমার পরিবারের কারোর হেলথ ইসু হলে নিজের জমানো টাকা খরচ করতে হবে না তোমার ইন্সুরেন্স কোম্পনি পে করবে আর এটা নেওয়া থাকলে তোমাকে বেঁচে থাকতে গরিব হতে হবে না

২) ইমার্জেন্সি ফান্ড থাকা ভালো

ইমার্জেন্সি ফান্ড হলো নিজের কাছে কিছু টাকা রাখা দরকার যেটা তোমার প্ৰয়োজনে খরচ করতে পারবে সেটা কে আমরা ইমার্জেন্সি ফান্ড বলি এটা কে আমরা একটু ভালো ভাবে জানি আমাদের ইমার্জেন্সি ফান্ড আর জন্য কত টাকা রাখা দরকার মনে করো তোমার মাসের খরচ ১০০০০ এই খরচ এর সিক্স টাইম টাকা রাখতে হবে মানে ৬০০০০ টাকা এই টাকা টি থাকলে কি উপকার হবে সেটা হলো তুমি কিছু খরচ করলে লোন নিয়ে করতে হবে না

৩) আগে জমা তারপর খরচ

আমরা কি করি মাসের ইনকাম হাতে পেলে আগে খরচ করি তারপর যেটা থাকে সেটা জমায় এটা বড়ো ভুল এটার ঠিক উল্টো টা করতে হবে আগে জমাতে হবে তারপর বাকি টাকা দিয়ে খরচ চালাতে হবে এটা হলো বড়ো লোকদের মাইন্ডসেট

৮) ছোট দিয়ে শুরু

আমরা ভাবি যে আমরা নিয়মিত টাকা জমা করলে কত আর জমা করবো মাসে ১০০০ থেকে ২০০০  টাকা এটা থেকে কি বড়ো এমাউন্ট জমা হবে তাহলে তোমরা ভুল ভাবছো  আমি একটা সিপ্ চার্ট শেয়ার করছি সেটা দেখলে বুঝতে পারবে

৯) তাড়াতাড়ি লাভের ফল ভালো হয় না

কারো কোনো কিছু বলাতে ইনভেস্টমেন্ট করবে না তোমার কষ্টের পয়সা আগে নিজে জ্ঞান অর্জন করবে তারপর ইনভেস্ট করবে কেনো না রাতা রাতি বড়ো লোক হওয়া যাই না সেখানে গেলে তোমার পয়সা নষ্ট হবে

১০) ইনকাম বাড়লে ইনভেস্ট বাড়াও

তুমি যদি ভাব আমি ১০০০ টাকা করে সিপ্ করবো তাহলে ওয়েলথ বানাবো হবে কিন্তু টাইম অনেক লাগবে তার জন্য ইনকাম বাড়লে ইনভেস্ট বাড়াও তাহলে টাইম কম লাগবে

১১) ছোট কথা হলেও বড়ো

ইনভেস্টমেন্ট তোমাকে ধনী বানাতে পারবে না তোমার মাইন্ডসেট তোমাকে ধোনী বানাবে
 
**** যদি আমার লেখা পরে তোমাদের কোনো উপকার হয় তাহলে শেয়ার করবে কারণ বড়ো হতে কে না চাই

Comments